
মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি, অটো রিকসা, থ্রি-হুইলার যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।এরই অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।৪ অক্টোবর (শুক্রবার) সকালে মিয়াবাজার হাইওয়ে পুলিশ মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ টি সিএনজি ও ৯টি অটো রিকসা আটক করে।এ সময় আটক গাড়ীগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় থানার উপ-পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলামসহ একটি টিম উপস্থিত ছিলেন।বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় মিয়াবাজার হাইওয়ে পুলিশের অভিযানে মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি ও অটোরিকসা আটক করা হয়।গাড়ি গুলির বিরুদ্ধে মামলা দায়েরসহ জরিমানা আদায় করা হয়েছে। মহাসড়কে থ্রি হুইলার, সিএনজি ও অটোরিকসা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ বেশ তৎপর রয়েছে।