
মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ ও কুমিল্লা জেলা কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (৮অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে০৭ (সাত)শত মানুষের মাঝে এই বস্র সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। উক্ত বস্র সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রেঞ্জের পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া আনসার ব্যাটালিয়নের পরিচালক জানে আলম সুফিয়ান অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, কুমিল্লা জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সার্কেল মনিরুল ইসলাম, সহকারী পরিচালক সোহেল রানা সরকার, কুমিল্লা রেঞ্জের সিএ তানজির আসাদ, বুড়িচং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীন আক্তার, প্রশিক্ষক আজমাইন ও প্রশিক্ষিকা রানী আক্তার সহ বুড়িচং উপজেলার আনসারের সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথি কুমিল্লা রেঞ্জের পরিচালক তাহার বক্তব্যে বলেন, আনসার ভিডিপির মহা পরিচালকের শুভেচ্ছা উপহার হিসেবে আমি এই বস্র সামগ্রী বিতরণ করি, বন্যায় ক্ষতিগ্রস্ত বাসস্থানগুলির পূনর্বাসনের জন্য ও তালিকা তৈরি করেছি।