
এন.সি জুয়েল, স্টাফ রিপোর্টার
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কুমিল্লার বুড়িচংয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার(১০ অক্টোবর)সন্ধ্যায় উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই,লোয়ারচর,শিকারপুর,মোকাম,নিমসার ও ময়নামতি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক,তিনি বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে মতবিনিময়সহ পূজার সার্বিক প্রস্তুতি সর্ম্পকে খোঁজখবর নেন।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ।