শাহজালাল ভূঁইয়া সজীব, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস সমাজ উন্নয়ন ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ হয়েছে।শুক্রবার (১১ অক্টোবর) বেলা ২ ঘটিকার সময় খোশবাস ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের কমিটির সদস্যদেরকে নিয়ে জাঁকজমকপূর্ণসাধারণ সভা খোশবাস কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।উক্ত ফাউন্ডেশন এর উপদেষ্টা সচিব জনাব এমএফ ইসলাম মিলন এর সভাপতিত্বে ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নিজামীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান।প্রধান অতিথি তার আলোচনায় বলেন ইউনিয়নে প্রাথমিকভাবে ৯টি ওয়ার্ডে, গরীব, এতিম,মেধাবী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করে দিবেন এবং শীতকালে প্রয়োজনীয় বস্ত্র রমজানের ঈদে প্রয়োজনীয় ঈদ উপহার প্রদান করবেন।উক্ত সভা শেষে ১১ জন বিশিষ্ট ফাউন্ডেশন এর পরিচালনা পর্ষদ গঠন করা হয় এতে সভাপতি নির্বাচিত হন মোঃ হারিসুর রহমান।সহ-সভাপতি ডাঃআব্দুল্লাহ আল মামুন ও মোঃ মোহর আলী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নিজামী।সহ- সাধারণ সম্পাদক এডভোকেট সোহাগ।সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।অফিস ও পাঠাগার সম্পাদক মোঃ শহীদুল্লাহ নির্বাচিত হন।