
ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আমরা আশা করছি অর্ন্তবর্তীকালীন সরকার দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন দিবে।আর সেটা হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া জেনারেল হাসপাতালের সামনে এলডিপি’র পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।ড. রেদোয়ান আরও বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে নিরাপত্তা দেয় মুসলমানরা পৃথিবীর অন্য দেশে মুসলমানদের এমন নিরাপত্তা দেয়া হয়না। এমনকি ভারতেও মুসলমানের কোন বাড়তি নিরাপত্তা দেয়া হয় না।মাধাইয়া ইউনিয়ন এলডিপি’র আয়োজনে অনুষ্ঠিত ওই পথসভায় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও এলডিপি নেতা অধ্যক্ষ আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের,এলডিপি নেতা মনু মেম্বার, মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি মো. ছামাদ আড়ৎদার, সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, এলডিপি নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।