
এন.সি জুয়েল, স্টাফ রিপোর্টার
বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ, পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ২০২১ সালে নানুয়ার দিঘীরপাড় পূজামন্ডপে পবিত্র কুরআন শরীফ রেখে যারা ওই ঘৃণ্য অপকর্ম করেছে, তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়েছে। তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।শনিবার (১২ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকায় শারদীয় দুর্গাপূজামন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।সাবেক এমপি হাজী ইয়াছিন সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য বলেন, আপনারা নিশ্চিন্তে পূজা উদযাপন করুন। নিরাপত্তার কোন ঘাটতি নেই। আওয়ামী লীগ সংখ্যালঘুদের বাড়িঘর দখল করে সংখ্যালঘু শব্দটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। আমাদের নেতা আগামীর দেশনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কুমিল্লার প্রতিটি পূজামন্ডপে গিয়ে নির্ভয়ে পূজা উদযাপন করার অনুরোধ করে যাচ্ছি। কেবল তাই নয়, প্রশাসনের পাশাপাশি আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পূজামন্ডপে নিরাপত্তা নিশ্চিতে দিনরাত কাজ করছে।এসময় কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।