
এন.সি জুয়েল, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী উম্মে তাসলিম উর্মি।উর্মি ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবক’টি বিষয়েই এ জিপিএ -৫ নাম্বার পেয়ে এ কৃতিত্বের স্বাক্ষর রাখে। মেধাবী শিক্ষার্থী উম্মে তাসলিম উর্মি’র পারিবারিক সূত্র জানায়, পঞ্চম শ্রেণীর পিএসসি ও অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে শিক্ষা জীবনের প্রথম ধাপ থেকেই উর্মি সাফল্যের ধারা অব্যাহত রেখেছিলো।মেধাবী শিক্ষার্থী উম্মে তাসলিম উর্মি তার এ ভাল ফলাফলের জন্য নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, অন্যান্য বারের মতো এবারও কাঙ্খিত ফল পেয়ে আমি অবশ্যই ভীষণ খুশি হয়েছি।ভবিষ্যতে আমি একজন খ্যাতনামা চিকিৎসক হয়ে মানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করতে দেশবাসী সকলের কাছে দোয়া চাই।এদিকে উর্মি’র ভাল ফলাফলের জন্য তার প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাগনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উর্মি’র বাবা ও মা। আগামীতে মেয়ের উচ্চ শিক্ষায় আরো অধিকতর সাফল্যের জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন উর্মি’র মা-বাবা।উল্লেখ্য ২০২৪ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে (বিজ্ঞান বিভাগ) ৬৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ৬৪২ জন। পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন শিক্ষার্থী।বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮ দশমিক ৬১।ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার ৮৫ দশমিক ১২ এবং মানবিক বিভাগে পাশের হার ৮৬ দশমিক ৭৫।২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অংশ গ্রহণ করে ১৪২৫ জন পরীক্ষার্থী।কৃতকার্য হয়েছে ১৩০৬ জন পরীক্ষার্থী।অকৃতকার্য হয়েছে ১১৯ জন পরীক্ষার্থী।ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ২০২৪ সালের পাশের হার ৯১ দশমিক ৬৪।জিপিএ -৫ পেয়েছে ৬৯৯ জন পরীক্ষার্থী।