
আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (১৫ অক্টোবর ) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে কুমিল্লা আইডিয়াল কলেজের মেধাবী শিক্ষার্থী ফাবিয়া বিনতে ফারুক । ফাবিয়া কুমিল্লা আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবক’টি বিষয়েই জিপিএ -৫ নাম্বার পেয়ে এ কৃতিত্বের স্বাক্ষর রাখে।মেধাবী শিক্ষার্থী ফাবিয়া বিনতে ফারুক ‘র পারিবারিক সূত্র জানায়,পঞ্চম শ্রেণীর পিএসসি ও অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০২২ সালের এএসসি পরীক্ষায় কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে শিক্ষা জীবনের প্রথম ধাপ থেকেই ফাবিয়া সাফল্যের ধারা অব্যাহত রেখেছিলো।মেধাবী শিক্ষার্থী ফাবিয়া বিনতে ফারুক তার এ ভাল ফলাফলের জন্য নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, অন্যান্য বারের মতো এবারও কাঙ্খিত ফল পেয়ে আমি অবশ্যই ভীষণ খুশি হয়েছি।ভবিষ্যতে আমি একজন খ্যাতনামা চিকিৎসক হয়ে মানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করতে দেশবাসী সকলের কাছে দোয়া চাই। এদিকে ফাবিয়া’র ভাল ফলাফলের জন্য তার প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাগনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফাবিয়া’র বাবা ও মা।আগামীতে মেয়ের উচ্চ শিক্ষায় আরো অধিকতর সাফল্যের জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন ফাবিয়ার বাবা ইউরো ফার্মা কোম্পানি লিমিটেড এর এরিয়া ম্যানেজার ফারুক আহাম্মদ ও মা গৃহিণী মিস: আকিফা সুলতানা।