
মু.হারিসুর রহমান
সভাপতি
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা বিভাগ
একজন সমাজসেবক হিসেবে মনিরুজ্জামান এলাকায় বিশেষ পরিচিতি লাভ করেছে। তিনি তার এলাকায় একজন সৎ, ন্যায়,নীতিবান, উদার সমাজ সংস্কারক হিসেবে সর্বোপরিচিত।
ছাত্র জীবন থেকে তিনি অসহায় সহজ সরল ও দুঃখী মানুষের পাশে থেকে মানব সেবায় অভ্যস্ত ছিলেন।
সুশীল সমাজ, তরুণ – নবীন,যুব-প্রবীন সমাজে রয়েছে আর যথেষ্ট সুনাম।
সমাজ সেবক মনিরুজ্জামান পেশায় একজন ব্যবসায়িক।
দীর্ঘদিন যাবত তিনি সামাজিক অবক্ষয় রোধ ও সমাজ সেবায় তৎপর রয়েছেন। এলাকায়
মসজিদ, মাদ্রাসা, মন্দির, ধর্মীয় উপাসনালয়,ওয়াজ মাহফিল, অসহায় মানুষদের চিকিৎসা সেবায়,বন্যা কন্যাদ্বায় গ্রন্থ পরিবার,ভূমিহীন গ্রস্হ পরিবার,এতিমখানা ও মিসকিনদের সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে আর্থিকভাবে তিনি সাহায্য করে থাকেন। এমনকি করোনা কালীন দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিলেন এমনকি বন্যা কবলিত এলাকায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন।এছাড়াও এলাকার তরুণ ছেলেদের ফুটবল খেলায় সহযোগিতাসহ ক্রীড়াঙ্গনে রয়েছে তার বিশেষ অবদান। জননন্দিত, সহজ সরল, শান্ত সদা হাস্যময়,ভদ্র স্বভাব সুলভ আচরণের এ ব্যক্তিটি ঘুনে ধরা সমাজকে উন্নয়নের পথে আনতে চায়। এলাকার সচেতন মানুষদের সঙ্গে নিয়ে সন্ত্রাস,চাঁদাবাজ,চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন বাল্যবিবাহ,ইভটিজিং রোধে সব সময় তিনি সোচ্চার।
সমাজসেবক মনিরুজ্জামান একজন সৎ, ও ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি, পর অর্থ লোভীনয়। সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ সহ গরিব দুস্থ অসহায়দের পাশে থেকে সব সময় সহযোগীতা করতে চান তিনি। একই সাথে খোশবাস ইউনিয়নের একটি পরিবারও যেন আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি খোশবাস ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা, আদমসার দারুন নাজাত মডেল মাদ্রাসার উপদেষ্টা খোশবাস দারুল ফালাহ ক্যডেট মাদ্রাসার উপদেষ্টা সহ সামিজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত।