
মোহাম্মদ ইকবাল হোসেন (বুড়িচং)
কুমিল্লার বুড়িচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবসটি যথাযথ ভাবে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর)
বেলা ১২ টার সময় বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)সোনিয়া হক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বুড়িচং এর উপসহকারি প্রকৌশলরী মোঃ সাইদুর রহমান এর সঞ্চালনায়, সহকারী প্রকৌশলী মোহাম্মদ তানভীর হাসানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার আসমা বিনতে আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল খালেক, আবু মোতালেব।অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শরীফুর রহমান কনসালটেন্ট এসডিজি অ্যাকশন রিসার্চ, প্রধান শিক্ষক কামরুল হাসান,আমিনুল হক মাষ্টার, ইকবাল হোসেন মাষ্টার, কোডেক বুড়িচং শাখার ওয়াস অফিসার আবু তাহের ও মোঃ রাসেল প্রমূখ।আলোচনা সভা শুরুর আগে স্কুলের শিক্ষার্থীদেরকে সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শিখানো হয়।সবশেষে উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়।