
ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াসিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার(২১ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নুরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন।তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ইয়াসিন উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের মো.শাহজাহানের পুত্র।আহতরা হলেন একই গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে মোশাররফ ও মেহফুলের ছেলে অনিক।সম্পর্কে তারা চাচাতো ভাই।স্থানীয়রা জানান,বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়।এ সময় আরও দুজন আহত হয়।এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছে বলে জানায় তারা।অটো চালক আকাশ জানান, স্থানীয়রা আমার অটোতে তাদের তুলে দিয়ে হাসপাতালে নিয়ে যেতে বলে।এসময় একজনের প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।হাসপাতালে নিয়ে দেখি সে মারা গেছে। দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।তবে তারা সেখানে কাউকে পায়নি।