
মোহাম্মদ ইকবাল হোসেন,
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার (২৬অক্টোবর) কংশনগর মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পিপি অ্যাডভোকেট আহম তাইফুর আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন জেলা বিএনপির সদস্য জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম লাভলু এবং সঞ্চালনায় ছিলেন জিলানী আহমেদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সা. সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির বাবুল, মোঃ বেলায়েত খান,দক্ষিন জেলা বিএনপির সদস্য ডাঃ নজরুল ইসলাম শাহীন, কুমিল্লা দক্ষিন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাওছার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু নাছের,ফরিদ উদ্দিন মেম্বার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপি, ছাত্র দলের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ, স্বেচ্ছাসেবক দলের -আহবায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আবদুল আলিম, ছাত্রদলের আহবায়ক স্বপন আহমেদ পাখী, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া, , সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।