
এন.সি জুয়েল,স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি’র ময়নামতি ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়েছে।ময়নামতি ইউনিয়নের ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তারকে সভাপতি ও ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খানমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়।এছাড়া ফরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগমকে সিনিয়র সহ-সভাপতি, হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহকে সহ-সভাপতি, সিন্দুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমা আক্তারকে সহ-সভাপতি, বাজেবাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরকে যুগ্ম সাধারণ সম্পাদক,বাগিলারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নমিতা দেবনাথ কে সাংগঠনিক সম্পাদক, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিনকে দপ্তর সম্পাদক, শাহদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা আক্তারকে অর্থ সম্পাদক, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলমকে ক্রীড়া বিষয়ক সম্পাদক,নামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাধাঁরাণী সূত্রধরকে সমবায় বিষয়ক সম্পাদক, চান্দসার জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নাহার ঝর্ণাকে মহিলা বিষয়ক সম্পাদক,গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র দাসকে কাব বিষয়ক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ময়নামতি ইউনিয়ন শাখা কমিটি গঠন করা হয়।সোমবার (২৮ অক্টোবর) বিকালে কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কমিটি গঠন ও আলোচনা সভাটি হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে ও ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির মহা সম্পাদক মোঃ কামরুল হাছান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বুড়িচং উপজেলা শাখার আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কাবিলা জুনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বুড়িচং উপজেলা শাখার সদস্য সচিব ফয়জুন্নেছা সীমা। এসময় ময়নামতি ইউনিয়নের ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ইতিপূর্বে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বুড়িচং উপজেলা শাখার অধীনে বুড়িচং উপজেলার ৮ টি ইউনিয়নের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।ময়নামতি ইউনিয়ন শাখা কমিটি গঠনের মাধ্যমে উপজেলার সবকয়টি ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন হল।