ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
বৈষম্যহীন দেশ গড়তে যুব সমাজের দক্ষতার উপর গুরুত্ব আরোপ করে কুমিল্লার চান্দিনায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (১লা নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা,সফল যুবকের মাঝে সনদপত্র,ঋণের চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।এসময় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান,কৈলাইন যুব উন্নয়ন সংগঠনের যুবক রিয়াদ আলম,সফল যুবক শিরিনা আক্তার,প্রশিক্ষিত যুবক মনির হোসেন।সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশের জাগরণে দেশের যুব সমাজ নেতৃত্ব দিয়েছে। দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুব সমাজকে সম্পৃক্ত করেছে ব্যাপকভাবে।এই সুযোগ গ্রহন করে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ নিজেদের যোগ্য করে গড়ে তুলবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগন,যুব উদ্যোক্তা ও যুব উন্নয়নের প্রশিক্ষণার্থীরা সভায় অংশ নেন।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে দেশ গঠনে যুবদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন।শপথ শেষে সফল যুবককে সনদপত্র,ক্রেস্ট এবং ১০ জনকে ৯ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।