ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
সারাদেশে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে কুমিল্লার চান্দিনায় অভিযান পরিচালনা করা হয়।রবিবার (০৩ নভেম্বর) বেলা ১২টার সময় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন এর নেতৃত্বে চান্দিনা সদর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পলিথিন বিক্রি ও মজুদ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ৬(ক) ও ১৫(১) ধারায় ৪ ব্যবসায়ীকে ১০ হাজার ৫শ টাকা জরিমানা ও নিষিদ্ধ পলিথিন জব্দ করে ব্যবহার অনুপযোগী করা হয়।এছাড়া চান্দিনা বাসষ্টেশন মহাসড়কে অবৈধ পার্কিং ও যাত্রী উঠানামা করায় সড়ক পরিবহণ আইন,২০১৮ এর ৯০ ধারায় ১ টি মামলায় একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন বলেন, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। এরই ধারাবাহিকতায় আমরা চান্দিনা বাজারে অভিযান পরিচালনা করেছি। তাদের কাছ থেকে পলিথিন জব্দ করেছি এবং তাদেরকে পরিবেশ সংরক্ষণ আইনে আর্থিক জরিমানা করেছি।এছাড়া তিনি আরও বলেন, পরিবেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।অভিযান পরিচালনা করার সময় চান্দিনা থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।