নেকবর হোসেন, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাইয়ে ট্রেনে কাটা পড়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) উপজেলার হরিশ্চরের পদুয়া রেলগেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত হাজেরা খাতুন (৬২) উপজেলার কোঁয়ার গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
জানা যায়, কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি-লাকসাম সড়কের পদুয়া রেলগেইট সংলগ্ন এলাকায় ঢাকা থেকে আসা চট্রগ্রামগামী মহানগর প্রভাতীর নিচে কাটা পড়ে এই বৃদ্ধা।
স্থানীয় একজন বলেন, কুমিল্লা দিকে থেকে আসা ট্রেনটির সামনে হাঁটছিল এই নারী।
লাকসাম জিআরপি থানা পুলিশের এসআই মোঃ মাসুদুর রহমান বলেন, নিহত হাজেরা খাতুনের লাশ ওনার ছেলে ছানাউল্যাহকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ওনারা কেউ মামলা করতে কিংবা ময়নাতদন্ত করতে রাজি হয়নি।