নেকবর হোসেন, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ধর্মপুর এলাকায় সেনাবাহিনী ২৩ বীর এর নেতৃত্বে সোমবার রাত দেড়টায় যৌথবাহিনীর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ছাদের ট্যাঙ্ক থেকে ০১ টি ওপেন বোল্ট শটগান, ০২টি দা, ০৬ টি ধারালো ছুরি এবং ০১ টি স্মার্ট ফোনসহ অবৈধ অস্ত্রধারী মোঃ সাইফুল ইসলাম আরিফ (২৬) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত অবৈধ অস্ত্রধারীকে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।জানা যায়, অস্ত্রধারী আসামী বিভিন্ন সময়ে সহিংস কর্মকান্ড সহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালায়।উল্লেখ্য, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথবাহিনীর নেতৃত্বে সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অভিযান অব্যাহত থাকবে।