ফজলুল হক জয়, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব ও দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ এফ এম তারেক মুন্সী বলেন জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।মানুষের কল্যাণে কাজ করে আমি তৃপ্তি পাই। আমার দল বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য গত ১৫-১৬ বছর ধরে যুদ্ধ করেছে। গত ৫ আগস্ট সে যুদ্ধে আমরা জয়ী হয়েছি। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে মানুষর সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে।তারেক মুন্সী বলেন, এই দেবিদ্বারের মানুষ বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের ভোটার বিহীন জনপ্রতিনিদের দ্বারা অতিষ্ঠ ছিল। মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা সব সময় মানুষের অধিকার, বঞ্চনা নিয়ে কথা বলেছি। রাজপথে থেকে দলের জন্য সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। ভবিষ্যতেও ইনশাল্লাহ আমারা মানুষের জন্য কাজ করে যাব। তিনি বলেন,দল যদি আমাকে যোগ্য মনে করেন এবং জনগণ যদি চায় আমি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক। মূলত,জনগণের সেবা করার জন্যই নির্বাচন করতে চাই।অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তারেক মুন্সি বলেন,আমাদের দলের এক্টিং চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান অন্তবর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছেন। আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস খুব দ্রুততম সময়ের মধ্যেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। এবং নিশ্চয়ই সে নির্বাচনে দেশের জনগণ বিএনপিকেই বেছে নিবেন।কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জনসাধারণের প্রতি তার বার্তা হল, হানাহানি, মারামারিতে লিপ্ত না হয়ে হাতে হাত রেখে দেবিদ্বারের জন্য কাজ করতে হবে।তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,অতীতের দিনগুলোতে যারা দেবিদ্বারের মানুষের সুখে দুঃখে পাশে ছিল, তাকেই তারা বেছে নেবে। সোমবার (৪ নভেম্বর) সাংবাদিক ফজলুল হক জয়ের উপস্থাপনায় এক সাক্ষাৎকারে এ বক্তব্য প্রদান করেন কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এ এফ এম তারেক মুন্সী।