তাপস চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার
সনাতন ধর্মাবলম্বীরা তাদের আপনজনের মঙ্গল কামনায় এবারই প্রথম কুমিল্লা দেবীদ্বার উপজেলাধীন গাদিসাইর শ্রীমৎ আর্চায্য বিবেকানন্দ গোস্বামীর প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রম প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় লোকনাথের আরাধনায় নিমগ্ন থেকে এই ব্রত পালন করেন বিবেকানন্দ গোস্বামী’র অনুসারী ভক্ত ও পূর্ণ্যাথী।
এ সময় প্রদীপ, ধুপ, ফল, ফুল সামনে নিয়ে একাগ্রচিত্তে নারী-পুরুষ, শিশু-তরুণ-বৃদ্ধ নির্বিশেষে মগ্ন থাকেন আরাধনায়।
জানা যায়- বিশ্ব শান্তি কামর্ণাথে এবং আপনজনের কল্যাণ কামনা করে বিবেকানন্দ গোস্বামী’র অনুসারী ও ভক্তরা এবারই প্রথম ‘রাখের উপবাস’।উৎসব উদযাপন কমিটির সদস্য মানিক চন্দ্র সরকার এর সঙ্গে কথা বলে জানা যায়- এবারই প্রথম আশ্রমে রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন ব্রত অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে ভক্তরা আশ্রমে এসে জড়ো হন। এই ব্রতের আগের দিন সংযম করতে হয়। তারপর উপবাস থেকে সন্ধ্যায় আগে ধূপ-প্রদীপ ইত্যাদি নিয়ে বসতে হয়। আরাধনায় বসে প্রদীপ জ্বালানোর পর কথা বলা বন্ধ করে দিতে হয়। সংযম, মনোব্রতের মাধ্যমে একাগ্রচিত্তে গুরুদেবকে ডাকেন। প্রদীপ আলো নিভে গেলে আশ্রম থেকে ফলফলাদি ও চড়ুই প্রসাদ দেওয়া হয় পূণ্যার্থীদের।আশ্রমে আসা ব্রতী প্রিয়াংকা সরকার বলেন, আমি আজকে উপবাস থেকে আমার পরিবারের সকলের মঙ্গল কামণাসহ আপনজনের মঙ্গল কামনায় এখানে এসেছি প্রদীপ প্রজ্জ্বলন করতে।