আব্দুর রহিম, স্টাফ রিপোর্টার (তিতাস):
কৃমিল্লার তিতাস উপজেলায় ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ডাকাত দলের ১সদস্যকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। ৫নভেম্বর মঙ্গবার গভীর রাতে উপজেলার উত্তর আকালীয়া গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত সদস্য তপন সরকারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তপন সরকার আকালীয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।পুলিশ যানায় ৫ নভেম্বর গভীর রাতে উত্তর আকালীয়া গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তি তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি)করে। তিতাস থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদের নির্দেশে জিডির আলোকে সাব-ইন্সপেক্টর জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তদন্ত শুরু করে। তদন্তকালে উত্তর আকালীয়া গ্রামের ডাকাতির ঘটনায় ডাকাত দলের সদস্য তপন সরকারের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ যন্ত্রাংশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।গ্রেফতার ডাকাত দলের সদস্য তপন সরকার সহ অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে ভুক্তভোগী পরিবার তিতাস থানায় ডাকাতির মামলা দায়ের করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে তপন সরকার। ৬নভেম্বর বুধবার তাকে আদালতে তোলা হয়। লুণ্ঠিত কোনো মালামাল উদ্ধার করা যায়নি। তাহার বিরুদ্ধে তিতাস থানায় চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।