নেকবর হোসেন, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় পানিতে ডুবে দুই শিশু ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত মোঃ সামিউল (৪) শালধর এলাকার মফিজ মিয়ার ছেলে এবং মোঃ ওমর (৫) মজিদ মিয়ার ছেলে।মারা যাওয়া দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।স্থানীয়রা জানান, মফিজ ও মজিদ মিয়া আপন ভাই। তাদের দুই ভাইয়ের প্রতিজনের এক ছেলে এক মেয়ে। তার মধ্যে সামিউল ও ওমর কাছাকাছি বয়সের। তারা এক সাথে খেলাধুলা করতো। বৃহস্পতিবার বাড়ির অদূরে পুকুরপাড়ে দুজনে খেলা করছিলো। ধারণা করা হচ্ছে, এ সময় দুইজনে পানিতে পড়ে তলিয়ে যায়। এদিকে দীর্ঘ সময় দুজনকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন দেখে পুকুরে শিশু দুটির মরদেহ ভাসছে।কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, সন্তান হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। বিকেলে পাশাপাশি দুই ভাইকে দাফন করা হয়েছে।