ইয়াছিন আরাফাত,স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ এর অধ্যক্ষ মো. মামুন পারভেজ কে নিজ বাসা থেকে গ্রেফতারের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ ১০ কিঃমিঃ জুড়ে যানজটের সৃষ্টি হয়।বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ থেকে দেড়টা পর্যন্ত মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় অবস্থান নেন কলেজ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবি করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে বিক্ষোভ করে তারা।জানা যায়, গতকাল বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে অধ্যক্ষ মো. মামুন পারভেজ স্যারকে তার কুমিল্লার বাসা থেকে গ্রেফতার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।পরদিন বৃহস্পতিবার সকালে কলেজে এসে শিক্ষার্থীরা এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়।চান্দিনা মহিলা কলেজ এর একাধিক শিক্ষার্থী জানায়, এর আগে কোন প্রকার মামলা ছাড়াই কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক এনায়েত উল্লাহ ভূঁইয়াকে চান্দিনার বাসা থেকে তুলে নিয়ে মোটা অংকের টাকা আদায় করার পরও মামলা দিয়ে কারাগারে পাঠায়। গতকাল (বুধবার) রাতে একই কৌশলে নিজ বাসা থেকে অধ্যক্ষকে তুলে নেয় জেলা গোয়েন্দা পুলিশ। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যাহারের বিচারসহ অধ্যক্ষের নিঃশর্ত মুক্তি চাই।আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের অধ্যক্ষ কে ছাড়িয়ে নিয়ে না আসলে আমরা আগামীকাল শুক্রবার আবারো মহাসড়ক অবরুদ্ধ করে রাখবো।কলেজ অধ্যক্ষসহ একই কলেজের দুইজনকে পরপর গ্রেফতারের ঘটনায় চান্দিনা মহিলা কলেজ এর শিক্ষকদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথেও জড়িত নয়। শিক্ষকদের এভাবে লাঞ্ছিত করে সম্মানহানি করার নাম কি রাজনীতি? এখন কলেজে যাওয়া-আসা নিয়ে আমাদের শঙ্কা দেখা দিয়েছে। স্ত্রী-সন্তান নিয়ে বাসায় ঘুমানোও দায় হয়ে দাঁড়িছে।শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা, অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় দত্ত ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন ঘটনাস্থলে পৌঁছে অধ্যক্ষের মুক্তির বিষয়ে আশ্বস্ত করলে মহাসড়ক থেকে সরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে জেলা ও হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।চান্দিনা থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান,মহিলা কলেজের এক অধ্যক্ষে গতকাল রাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার ঘটনায় শিক্ষার্থীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ করে পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে অধ্যক্ষ কে মুক্তির আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন এবং আমরা তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে আসি।হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, খবর পেয়ে আমাদের হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক করি।চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান, খবর পেয়ে আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করে মহাসড়ক থেকে সরিয়ে এনেছি। তারা আমার উপজেলা পরিষদে আসলে তাদের শিক্ষক অধ্যক্ষ মামুন পারভেজ যেন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পায় সেই বিষয়টি আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করি।