তাপস চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার
বিশ্বশান্তি ও মানব জাতির মঙ্গল কামনায় শনিবার (৯ নভেম্বর) কুমিল্লা নগরীর মনোহরপুরস্থিত শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মায়ের বাড়ীতে জাগো হিন্দু পরিষদ, বরুড়া উপজেলার শাখার পরিচালনায় শ্রী শ্রী সপ্তর্ষিহোম @ গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে সকাল ৯টা হতে যথাক্রমে শ্রী শ্রী সপ্তর্ষিহোম @ গীতাযজ্ঞ আরম্ভ, ভোগ বিরাগ শেষে দুপুরবেলা প্রসাদ বিতরণ, বিকেল সাড়ে ৩টায় শ্রী শ্রী সপ্তর্ষিহোম @ গীতাযজ্ঞ এর পূর্ণাহুতি এব সন্ধ্যায় রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মাতার মন্দির কমিটি।