নিজস্ব প্রতিবেদক
আসছে ২২ নভেম্বর (শুক্রবার) সকাল ৬টায় কুমিল্লা মহেশাঙ্গণ হতে পরমপুরুষ ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সমাধিস্থল তীর্থভূমি বারদী দর্শন এবং ৯ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় মহেশাঙ্গণ হতে (৯, ১০ ও ১১ জানুয়ারি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) তীর্থস্থান কক্সবাজার ও মহেশখালীস্থিত শ্রী শ্রী আদিনাথ মন্দির দর্শন এর আয়োজন করা হয়েছে। উল্লেখ যে, প্রতিজন বারদী ধাম যাত্রার প্রণামি ৫৫১/- ( পাঁচশত একানব্বই) টাকা এবং আদিনাথ মন্দির যাত্রার প্রণামি ৩,৫০১/- ( তিন হাজার পাঁচশত এক) টাকা।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক ভক্ত ও পূণ্যার্থীদেকে নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। # 01710-484835, 01741-571511