তাপস চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার
১৪ নভেম্বর বৃহস্পতিবার হতে ১৭ নভেম্বর রবিবার পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলীতে শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের ৮৬তম রাসোৎসব অনুষ্ঠিত হবে।তদুপলক্ষে ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা হতে যথাক্রমে বেদবাণী পাঠ ও শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা এবং সন্ধ্যায় গঙ্গা আবাহন, উৎসব অধিবাস শেষে নামযজ্ঞ আরম্ভ। এরপর শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে আশ্রমের দুই পাশে মেলা বসেছে। মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।১৫ নভেম্বর শুক্রবার অহোরাত্র নামযজ্ঞ এবং সকাল ১০টা শ্রীনাম প্রদান। এরপর মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পূজা ও ভোগ আরতি এবং সন্ধ্যায় শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা শেষে শ্রী রাসপূজা।১৬ নভেম্বর শনিবার অহোরাত্র নামযজ্ঞ এবং সকাল ১০টা শ্রীনাম প্রদান। এরপর ঠাকুরের পূজা, ভোগ আরতি শেষে ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি ও শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা।শেষ দিন ১৭ নভেম্বর রবিবার প্রাতে শ্রী শ্রী নামযজ্ঞ সমাপন।ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে অংশগ্রহণ করিয়া আনন্দ বর্ধন করার জন্য অনুরোধ জানিয়েছেন কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী’র সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্র চন্দ্র সরকার।