আব্দুর রহিম, স্টাফ রিপোর্টার (তিতাস)
ডায়াবেটিস সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে তিতাস উপজেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা, চিকিৎসা, আলোচনা সভা ও র্যালি করেছে তিতাস ডায়াবেটিক সমিতি। ১৪ নভেম্বর সকাল ১০টায় তিতাস ডায়াবেটিক হাসপাতালের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। তিতাস ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল হালিম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিলন চাকমা (সহকারী কমিশনার ভূমি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল আহমেদ এবং তিতাস ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জাকারিয়ার, সহ-সভাপতি জসিম খান, কোষাধক্ষ আব্দুল্লাহ, শাহ আলম, শফিক শিকদার প্রমুখ। আলোচনা সভা শেষে গৌরীপুর হোমনা আঞ্চলিক সড়কে একটি বের র্যালি করা হয়।