ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় সেবার ব্রত নিয়ে উদ্বোধন করা হয়েছে আল-রাজি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।শুক্রবার (১৫ নভেম্বর) সকালে চান্দিনা থানা রোডের হাজী সাহেবের মোড়ে উৎসব মুখর পরিবেশে ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারটির উদ্বোধন করা হয়।প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আল-আমিন সরকার এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন সোসাইটি ফর দ্যা প্রিভেনশন অব এক্সিডেন্ট এর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক কাজী রাসেদ, সাংবাদিক রণবীর ঘোষ কিংকর, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চান্দিনা পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন সভাপতি মো. আবুল কালাম আজাদ, পরিচালক মো. শাহ্ জামাল ভূঁইয়া, মো. মোশারফ হোসেন ভূঁইয়া, উপজেলা মসজিদ এর ইমাম মাও. রাসেদুল হক।এসময় উপস্থিত ছিলেন চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান রিপন ভদ্র, ম্যানেজার মো. ফারুক হোসেন মুন্সি, পরিচালক ও ল্যাব টেকনোলজিস্ট অজিত সূত্রধর, পরিচালক অঞ্জন কুমার নাহা, মাও. জামাল হোসেন, গোপাল ভট্টাচার্য, মিজানুর রহমান, ডা. মো. বাচ্চু মিয়া, দিলীপ দাস, বিমল চন্দ্র দাস, নির্মল চন্দ্র সূত্রধর, রাজিব সাহা, খোকন ভদ্র, বাবুল দাস, মোহাম্মদ হাসান, মো. ইমরান হোসেন প্রমুখ।