তাপস চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে কুমিল্লা মনোহরপুরস্থিত শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মায়ের বাড়ীতে ঐতিহ্যবাহী রাস পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়।শুক্রবার (১৫ নভেম্বর ) রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় রাস পূজার আনুষ্ঠানিকতা।জানা যায়, ভক্তদের জাগতিক পাপ ও রোগমুক্তির আশায় পূজা অর্চনা আর প্রতিমা দর্শনে হাজারো ভক্ত ও পুণ্যার্থীদের সমাগম ঘটে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মায়ের বাড়ীতে। প্রতি বছর বাংলা বছরের কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাজ রাজেশ্বরী কালী মায়ের বাড়ীতে এই অনুষ্ঠান পালিত হয়।এতে পুরোহিত্য করেন শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মায়ের বাড়ীর পূজারী দুলাল চক্রবর্তী ও শংকর চক্রবর্তী। এ রাসোৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে মেলা বসেছে। মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন, ‘মানবতা রক্ষায় দ্বাপর যুগে কংস রাজকে বস করে পূর্ণিমা তিথিতে ঘটে রাধা-কৃষ্ণের পরম প্রেম।সেই থেকেই মূলত রাস উৎসবের প্রচলন।সত্য ও সুন্দরের আকাঙ্ক্ষায় প্রায় দুইশত বছরের আগে থেকেই এ রাস পূজা ও রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা।এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় রাস পূজার আনুষ্ঠানিকতা।