ঢাকা , রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫ চৌদ্দগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আওয়ামী লীগের জায়গা নাঙ্গলকোটের মাটিতে হবে না : জনসভায় গফুর ভুঁইয়া চৌদ্দগ্রামে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় প্রবাসীর উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি: ঐতিহ্যের পুনর্জাগরণে প্রয়োজন কার্যকর উদ্যোগ চতুর্থবারের মতো রিক্রিয়েশন সাব কমিটির সদস্য মনোনীত হয়েছেন এড. তাপস কুমিল্লায় যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ১০ লক্ষ টাকার যাকাত প্রদান চৌদ্দগ্রামে প্রবাস ফেরৎ সোলায়মান হাজারীর কৃষিতে ব্যাপক সফলতা অর্জন হারানো বিজ্ঞপ্তি
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে, প্রতিনিধি হতে আগ্রহীরা আজই সিভি পাঠিয়ে দিন ইমেইল : cumillabulletin@gmail.com

চান্দিনা বাসস্টেশনে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার

অবশেষে অবৈধ স্থাপনা উচ্ছেদে কুমিল্লার চান্দিনা বাসস্টেশনে অভিযান চালিয়েছে প্রশাসন।স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ বাসস্টেশনে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল প্রভাবশালী মহল। ফলে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ ঘিরে গড়ে ওঠা এই বাসস্টেশনে অবৈধ স্থাপনার কারণে প্রায়ই যানজট লেগে থাকতো।উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে চান্দিনা বাগুর বাসস্টেশনের দুই পাশে সরকারি জমি দখল করে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন এবং সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁঞা ।অভিযোগ রয়েছে, মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে ভাড়া আদায় করছিল একটি অসাধু চক্র। এছাড়া প্রতিবার দখল উচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে।সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের জায়গা দখল করা হয়েছিল।এছাড়া অস্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের বিভাজক ব্যবহার করা হচ্ছিল।যে কারণে প্রতিনিয়ত এই এলাকায় যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।এছাড়া আরও অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মহাসড়কের পাশে সার্ভিস লেনের জায়গা দখল করে ভাড়া দেওয়া হয়েছিল অনেক দোকান। সেসব দোকান থেকে অবৈধভাবে টাকা উত্তোলন নিয়েও বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা তৈরি হয়।সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন জানান, সাধারণ মানুষের ভোগান্তি রোধেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।মহাসড়কের জায়গায় কেউ যেন অবৈধভাবে দোকানপাট তৈরি করে যানজট কিংবা ভোগান্তি সৃষ্টি না করে সেদিকে সবসময় নজরদারি থাকবে।

 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

চান্দিনা বাসস্টেশনে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় ১১:২২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

 

ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার

অবশেষে অবৈধ স্থাপনা উচ্ছেদে কুমিল্লার চান্দিনা বাসস্টেশনে অভিযান চালিয়েছে প্রশাসন।স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ বাসস্টেশনে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল প্রভাবশালী মহল। ফলে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ ঘিরে গড়ে ওঠা এই বাসস্টেশনে অবৈধ স্থাপনার কারণে প্রায়ই যানজট লেগে থাকতো।উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে চান্দিনা বাগুর বাসস্টেশনের দুই পাশে সরকারি জমি দখল করে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন এবং সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁঞা ।অভিযোগ রয়েছে, মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে ভাড়া আদায় করছিল একটি অসাধু চক্র। এছাড়া প্রতিবার দখল উচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে।সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের জায়গা দখল করা হয়েছিল।এছাড়া অস্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের বিভাজক ব্যবহার করা হচ্ছিল।যে কারণে প্রতিনিয়ত এই এলাকায় যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।এছাড়া আরও অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মহাসড়কের পাশে সার্ভিস লেনের জায়গা দখল করে ভাড়া দেওয়া হয়েছিল অনেক দোকান। সেসব দোকান থেকে অবৈধভাবে টাকা উত্তোলন নিয়েও বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা তৈরি হয়।সিনিয়র সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন জানান, সাধারণ মানুষের ভোগান্তি রোধেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।মহাসড়কের জায়গায় কেউ যেন অবৈধভাবে দোকানপাট তৈরি করে যানজট কিংবা ভোগান্তি সৃষ্টি না করে সেদিকে সবসময় নজরদারি থাকবে।