ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনায় মানব খাদ্য ও পশুখাদ্য দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এতে ৮টি মামলায় ৪৩ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়।শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চান্দিনা উপজেলা সদরের প্রধান বাজারটিতে ওই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন।জানা যায়, নোংরা পরিবেশে ও মানহীন খাদ্য খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে চান্দিনা পশ্চিম বাজারের বেস্টফুড নামে একটি ফাস্টফুড প্রতিষ্ঠানকে ২০ হাজার,১০ বছরের মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সকে জালিয়াতি করে মেয়াদ বাড়ানোসহ মেয়াদোত্তীর্ণ খাদ্য সরবরাহের অপরাধে একটি পশু খাদ্যের দোকানকে ১৫ হাজার টাকাসহ আরও ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানীকে ৮ হাজার ৩শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান, ভেজাল ও মানহীন খাদ্যদ্রব্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা প্রতি সপ্তাহেই অভিযান পরিচালনা করে আসছি। চান্দিনা বাজারে আজ ৮টি মামলার পাশাপাশি অনেক প্রতিষ্ঠানকে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে।