মু. হারিসুর রহমান – ষ্টাফ রিপোর্টার
২১ শে নভেম্বর ২০২৪ ইং বৃহস্পতিবার বিকাল ৪.০০ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা ও পৌরসভার ২০২৫-২৬ সেশনের জন্য দায়িত্ব শীল নির্বাচিত করা হয়।
উপজেলার রোকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওঃ শাহাদাৎ হোসেন।
নায়েবে আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মাষ্টার মফিজুল ইসলাম ও মাওঃ জাকারিয়া।
উপজেলা সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আবুল কাশেম। সহ- সেক্রেটারি জনাব ডাঃ মুজিবুর রহমান।
বরুড়া পৌরসভার রোকনদের প্রত্যক্ষ ভোটে পৌরসভা আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক শাহজালাল। নায়েবে আমীর নির্বাচিত হয়েছেন জনাব জাকির হোসেন সাবেক চেয়ারম্যান।
সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ছাএ শিবিরের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সভাপতি জনাব মু. আনোয়ার হোসেন। সহ- সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জনাব খোরশেদ আলম পাটোয়ারী।
উক্ত দায়িত্ব শীল সেটাপ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি লাকসাম উপজেলার সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ড.সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী। কুমিল্লা দক্ষিণ জেলা সহ সেক্রেটারি চৌদ্দগ্রাম উপজেলা আমীর জনাব মাহফুজুর রহমান। কুমিল্লা ইবনে তাই মিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বরুড়া উপজেলার সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাপক শফিকুল আলম হেলাল।
শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জনাব,খায়রুল ইসলাম, বরুড়া পৌরসভার সাবেক আমীর অধ্যাপক মফিজুল ইসলাম প্রমুখ।