মু. হারিসুর রহমান, স্টাফ রিপোর্টার
কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের হেফয শাখায় অল্প সময়ে খাদিজা তাবাসসুম (১১) কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তার এই কৃতিত্বে অভিভাবক সহ শিক্ষক -সহপাঠিরাও আনন্দিত। উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খাদিজা তাবাসসুম ও তার পরিবার।খাদিজা তাবাসসুম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কমলপুর ইউনিয়নের বিরাহিম পুর গ্রামের কুমিল্লা টাওয়ার শপিং কমপ্লেক্সের নীলগিরি ফ্যাশনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়িক ও রাজনীতিবীদ জনাব খায়রুল ইসলাম এর মেয়ে, মাতা মাহমুদা আক্তার কুমিল্লা ইবনে তাই মিয়া স্কুল এন্ড কলেজের মহিলা শাখার শিক্ষিকা। খাদিজা তাবাসসুম ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের হেফয বিভাগের ছাত্রী।খাদিজা তাবাসসুমের বাবা জনাব খায়রুল ইসলাম এর সঙ্গে কথা বলে জানা গেছে ছোটবেলা থেকেই কোরআন হেফজের বিষয়ে খাদিজা তাবাসসুমের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদ্রাসায় ভর্তির জন্য সে নিজেই বায়না ধরে। এতে ২০২৩ সালের শেষের দিকে তাকে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের হিফয বিভাগে ভর্তি করা হয়। ২৩ শে নভেম্বর ২০২৪ ইং এক বছর দুই মাসের মধ্যেই সে কোরআনে হাফেজ হয়ে উঠে। দ্রুত সময়ে তার সফলতায় পরিবার ও শিক্ষকরা সবাই খুব খুশি। খাদিজা তাবাসসুম বলে, আমি চেষ্টা করেছি,আল্লাহ সহায় ছিলেন বলেই মহাগ্রস্ত আল কুরআন আয়ত্ত করতে পেরেছি।প্রতিষ্ঠানের প্রধান অধ্যাপক মোঃ শফিকুল আলম হেলাল বলেন, খাদিজা তাবাসসুম আমাদের গর্ব। সে আমাদের প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। আল্লাহ তার ভবিষ্যৎ জীবনকে ইসলামের পথে কবুল করুক।