সোহেব আক্তার শান্ত, স্টাফ রিপোর্টার
কুমিল্লা লালমাই কাপসতলায় গত ১৪ই নভেম্বর সন্ধা ৬ টার সময় কে বা কাহারা দোকান লুটপাত ও ভাংচুর করেছেন বলে জানান ব্যাবসায়ী রশিদ মিয়া।এতে পুরো এলাকা জুড়ে থমথমে পরিবেশ সবার মনে রয়েছে ভয়ের আভাস।গত ১৪ নভেম্বর সন্ধা ৬ টার দিকে রশিদ নামে এক ব্যাবসায়ীর ৩টি তেলের দোকানে লুটপাট ও ভাংচুর হয় , কে বা কাহারা কিসের জন্য করেছে তা বলতে পারছেনা কেউ।এই ঘটনায় ১৯ নভেম্বর বিকাল ৩ টায় এলাকাবাসী ও ব্যাবসায়ীরা মিলে মানববন্ধন করেছেন।এ বিষয়ে ব্যাবসায়ী রশিদ মিয়া বলেন,দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা, একটি ব্ল্যাঙ্ক চেক বই ও একটি জেনারেটর মেশিন সহ কিছু দামী মালামাল লুটপাট করেছে।মানববন্ধনে থাকা এলাকাবাসী ও ব্যাবসায়ীরা বলেন এটি একটি ন্যাক্কারজনক কাজ যারা এই কাজ করেছে আমরা তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে এসেছি। এবং ব্যাবসায়ী রশীদ মিয়াঁর পরিবার বলেন যারা আমাদের দোকানপাট ভেঙেছে এবং মালামাল লুট করেছে তাদের অতি দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক।তিনি জানান গত ১৪ নভেম্বর সন্ধা ৬ টায় একদল দুর্বৃত্ত তার জমিতে থাকা টিনসেড দোকানে হামলা চালায় ও ভাংচুর করে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে ।ভাংচুরের সময় দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা একটি ব্ল্যাঙ্ক চেক বই ও একটি জেনারেটর মেশিন ও কিছু দামী মালামাল দুর্বিত্তরা লুটপাট করেছে ।রশিদ মিয়া বিচারের দাবী চেয়ে বলেন আজ আমার এখানে হয়েছে কাল অন্য কোথাও হবে ,আমি কারো কখনো ক্ষতি করিনি।আমরা সাধারণ মানুষ আমাদের নিরাপত্তা কোথায়, আমরা এ দেশে একটু শান্তিতে ডালভাত খেয়ে নিরাপত্তার সাথে বাঁচতে চাই।যারা এমন কাজ করেছে আমি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দেখতে চাই ও তাদের বিরুদ্ধে আইনিভাবে দ্রুত উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি ।