মনোয়ার হোসেন:
কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভুমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন ভুঁইয়া, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মামুন মজুমদার, ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ মাওলানা শাহাদাত হোসেন শাখাওয়াতের পক্ষে তার শ্যালক ক্যাপ্টেন আমজাদ হোসেন, আহতদের মধ্যে ছালেহ আহমদ পাটোয়ারী, মোঃ সোলায়মান, ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শুরা সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, কার্যকরি সদস্য আনিছুর রহমান, শহীদ জামশেদের চাচা আইয়ুব মিয়াজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুইজন শহীদ পরিবার ও আহত ১১ জনের মাঝে উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়।