সাখাওয়াত হোসেন (তুহিন), মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
যৌথ বাহিনীর অভিযানে আটক শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুক মিয়া ওরফে বসকাকে (৩৮) শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।শুক্রবার ভোররাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।ধৃত মাদক সম্রাট মাসুক ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। তার গ্রেফতারের সংবাদে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুক মিয়া ওরফে বসকা নিজ বাড়িতে অবস্থান করার সংবাদ পেয়ে অভিযান চালায়।যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তখন বাহিনীর সদস্যরা দৌড়াইয়া তাকে আটক করে।ওই সময় অপর মাদক ব্যবসায়ী বিল্লাল মিয়া (৩২) পালিয়ে যায়।পলাতক বিল্লাল খানে পাড়া গ্রামের চৌধুরী মিয়ার ছেলে।তখন যৌথ বাহিনীর হাতে ধৃত মাদক ব্যবসায়ী মাসুক মিয়া ওরফে বসকার দেখানো মতে তার নিজ বসতঘর থেকে ৯ বোতল ফেনসিডিল ও ১৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে।এ সময় জিজ্ঞাসাবাদ কালে মাসুক মিয়া জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও বিদেশী মদ ক্রয় করে নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। ধৃত মাসুক মিয়া ওরফে বসকার বিরুদ্ধে মাদকসহ আরো ৫টি ও অপর পলাতক আসামী বিল্লাল মিয়ার বিরুদ্ধে আরো ৪টি মামলা বিচারাধীন রয়েছে।বাঙ্গরা বাজার থানার ওসি সালাউদ্দিন আল মাহমুদ জানায়, গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুক মিয়া ওরফে বসকাকে দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আদালতের বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পলাতক বিল্লাল মিয়াকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।