ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নানান অনৈতিক কর্মকান্ড ও মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে রাখতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা লাভের লক্ষ্যে ‘ঘাসফুল আদর্শ ক্লাব’ গত ৯ বছর যাবৎ ‘ছেচড়া পুকুরিয়া প্রিমিয়ারলীগ (এসপিএল)’ আয়োজন করে আসছে এবং এবার এই আয়োজন গৌরবময় ১০ম বছরে পদার্পণ করেছে। গত শনিবার (২৮ডিসেম্বর) ছিলো এসপিএল সিজন-১০ এর ফাইনাল ম্যাচ। উক্ত ফাইনাল ম্যাচে মোকাবেলা করে মুক্তিযোদ্ধা একাদশ বনাম কিংস এলিভেন পারভেজ। শুরুতে কিংস এলিভেন পারভেজ দলের অধিনায়ক সোহেল পারভেজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ১২ ওভার শেষে কিংস এলিভেন পারভেজ ৭ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। জবাবে মুক্তিযোদ্ধা একাদশ ১০৯ রানের টার্গেটে খেলতে নেমে ৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মুক্তিযোদ্ধা একাদশের পক্ষে মোঃ শাহজালাল মিয়াজী ব্যাট হাতে ১২ বলে ২৬ রান ও বল হাতে ৩ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট শিকার করে ম্যান-অব-দ্যা ফাইনাল এবং সর্বোচ্চ ১৩৪ রান ও ৬ উইকেট নিয়ে ম্যান-অব-দ্যা সিজন নির্বাচিত হয়। ফাইনাল ম্যাচে আম্পায়ের দায়িত্ব পালন করেন জহিরুল ইসলাম ও ইয়াকুব আলী।ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-প্রিন্সিপাল ও ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দেবিদ্বার উন্নয়ন ফোরাম এর সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চাঁদপুর জেলার ফরিদগঞ্জ কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফাহিম হাসান,ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসের ভূঁইয়া,চাঁদপুর জেলার কচুয়ার মোঃ জায়েদুর রহমান মজুমদার।এবারের এসপিএল সিজন-১০ এর পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন-সিরাজুল ইসলাম জাকির,মোঃ সোহেল পারভেজ,মোঃ জহিরুল ইসলাম,মোঃ ইয়াকুব আলী এবংমোঃ আরিফুল ইসলাম প্রমুখ।