ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চান্দিনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলার চান্দিনা পাইলট স্কুলের মাঠ প্রাঙ্গণে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।পরে চান্দিনা উপজেলা ও পৌরসভার ছাত্রদলের ব্যানারে পৌরসভার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি পাইলট স্কুলের মাঠ থেকে থানার সামনে দিয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী দলের কার্যলয়ে আলোচনা সভায় মিলিত হয়।এতে বক্তব্য রাখেন,চান্দিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ খাঁন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাইয়ুম খাঁন,চান্দিনা পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাহবুব আলম দোলন,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার গাজী,এসময় উপস্থিত ছিলেন,চান্দিনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনিস, উপজেলা যুগ্ম আহ্বায়ক তাহসান,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল তানভীর,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সবুজ,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকারিয়া মামুন ভুঁইয়া,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃদেলোয়ার,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, চান্দিনা আর এ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান মিয়াজী, আর এ কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।এসময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানান তারা।