তানিয়া আক্তার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চান্দিনা পৌরসভার বাগনাবাড়ি আবাসিক এলাকায় অবস্থিত আল হিদায়াহ ইন্টারন্যাশনাল একাডেমি গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখে আয়োজন করে একটি অনন্য শিক্ষামূলক অনুষ্ঠান “Edu Connect: A Unified Journey Towards Excellence”।দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য এক ঐক্যবদ্ধ অধ্যায় হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভ্যাস বৃদ্ধির পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে একটি অনন্য প্রচেষ্টা।প্রধান আয়োজনসমূহ: অরিয়েন্টেশন সেশন: নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে একাডেমির লক্ষ্য ও মূল্যবোধ সম্পর্কে ধারণা দেওয়া।বই উৎসব: শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চার প্রসার ঘটাতে বিনামূল্যে বই বিতরণ।অভিভাবক কর্মশালা: শিশুদের মানসিক ও শিক্ষামূলক বিকাশে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা।শিক্ষকদের অভ্যর্থনা: একাডেমির শিক্ষকদের নতুন বছরের জন্য অনুপ্রাণিত করার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ।বিশিষ্ট অতিথিদের উপস্থিতি :অনুষ্ঠানটিকে আরও মহিমান্বিত করেছেন সম্মানিত অতিথিবৃন্দ হলেন,মাওলানা দেলোয়ার হোসাইন ভূঁইয়া,মাওলানা আতিকুর রহমান আশরাফী,খোরশেদ আলম পাটোয়ারী ,মাওলানা মাসুম বিল্লাহ ,মাওলানা জাকারিয়া প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক হাফেজ আল আমিন, কো-অর্ডিনেটর জোবায়ের হোসাইন, তানভীরুল হাসান সহ একাডেমির শিক্ষক শিক্ষিকা।তাঁদের প্রজ্ঞাপূর্ণ বক্তব্য শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক ও দিকনির্দেশনামূলক ছিল।উল্লেখযোগ্য দিক : এই অনুষ্ঠান কেবল একটি দিনের আয়োজন নয়,বরং এটি ছিল জ্ঞানের পথে সম্মিলিতভাবে এগিয়ে চলার একটি অঙ্গীকার।চান্দিনার বাগনাবাড়ি আবাসিক এলাকায় অবস্থিত আল হিদায়াহ ইন্টারন্যাশনাল একাডেমি আগামী দিনে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনে কাজ করবে ইনশাআল্লাহ।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল চান্দিনার সিয়াম ডেন্টাল কেয়ার।