মোহাম্মদ নেয়ামত উল্লাহ , নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর আল আকসা মসজিদ প্রাঙ্গণ,দৈয়ারা, দূর্গাপুর, কচুয়া চৌমুহনী গ্রামের শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শীতবস্ত্র বিতরণ করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার ভূমি সৈয়দ রেফাঈ আবিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মুফতি ফয়েজ উল্লাহসহ অন্যান্যরা।শীতবস্ত্র বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব বলেন-শিশুসহ সকল পেশাজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা দু:স্থ অসহায় মানুষের পাশে থেকে কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।