মোস্তফা কামাল মজুমদার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তায় তানযিমুল মিল্লাত ইংলিশ মিডিয়াম মাদ্রাসা নামে আন্তর্জাতিক মানের একটি ইংলিশ মিডিয়াম মাদ্রাসা চালু করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে হাজী ফরহাদ টাওয়ারে মাদ্রাসাটির উদ্বোধন করেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার সভাপতি ও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী।মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের সভাপতি হাজী ফরহাদ হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার চেয়ারম্যান ডা: হেলাল উদ্দিন সুমন শিকদার।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে তানযিমুল মিল্লাত ইংলিশ মিডিয়াম মাদ্রাসার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওঃ আবু হানিফ এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক গোলাম সারওয়ার মজুমদার কামাল, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা আব্দুল নূর, লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইমাম হোসাইন, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারী বাংলাদেশ জামেয়াতে ইসলামী লাকসাম উপজেলা জনাব মোঃ কামাল হোসেন, বিশিষ্ট শিল্পপতি ঢাকা জনাব মোঃ মিজানুর রহমান, সাবেক প্রচার সম্পাদক সদর দক্ষিণ উপজেলা অ্যাডভোকেট বেলাল হোসেন, সেক্রেটারী হরিশ্চর চৌরাস্তা বাজার কমিটি জনাব মোঃ শামসুল আরেফিন শাহিন, পরিচালক আজাদ লাইব্রেরি লাসাম উত্তর বাজার জনাব মাহাবুল আলম হেলাল,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লাকসাম জনাব মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবদুল মোতালেব মজুমদার, হরিশ্চর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান, সেক্রেটারী শামছুল আরেফীন শাহীন, মাদ্রাসার উপদেষ্টা ও লালমাই উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মিজানুর রহমান সহ অনেকে, এডভোকেট বেলাল হোসেন, এডভোকেট আরিফুর রহমান শাহীন সহ অনেকে।উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত সংগীতশিল্পী এইচ এম শরীফুল ইসলাম (ঢাকা)।