আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৪/৫ জন আহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে মহাসড়কের বুড়িচংয়ের নিমসার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহতরা হলেন, বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের পড়িহলপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৮), একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রিকশা চালক রুবেল মিয়া (৩৫) ও অজ্ঞাত ১ জন। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার মজুমদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকাগামী সিডিএম (ঢাকা মেট্রো – ব – ১৪০৫৬৩) বাসের সাথে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।’ প্রত্যক্ষদর্শী কোরপাই গ্রামের সজীব হাসনাত (২৫) জানান, দ্রুতগামী সিডিএম বাস যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। নিমসার ফুটওভার ব্রিজের নিচে বাসটি এশিয়ালাইনকে ওভারটেক করে যাওয়ার পথে প্রথমে ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা ২ পথচারী ও পরে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা সাথে ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে উঠে যায়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক গুরুতর আহত হয়। গুরুতর আহতদের প্রথমে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।