
রাজু আহমেদ মজুমদার, স্টাফ রিপোর্টার
কুমিল্লায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে ২২ নং ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি’র কর্মী সম্মেলন উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি) দুপুর তিনটায় নগরীর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় হাজী আকরাম উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বক্তারা তাদের বক্তৃতায় বলেন কুমিল্লা মহানগর এর সকল ওয়ার্ড বিএনপি’র কমিটিতে কোন অনুপ্রবেশকারী আওয়ামী দোসরদের যেন ঠায় না হয়।আহবায়ক ২২ নং ওয়ার্ড বিএনপি কুমিল্লা মহানগর মোঃ বাবুল মিঞার সভাপতিত্বে ও সদস্য সচিব২২ নং ওয়ার্ড বিএনপি কুমিল্লা মহানগর মিজানুর রহমানের সঞ্চালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন। উদ্ধোধক ছিলেন মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু।প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ন আহবায়ক মহানগর বিএনপি রাজিবুর রহমান রাজিব, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক সদর দক্ষিণ উপজেলা মাহবুবুল আলম চৌধুরী,যুগ্ম আহবায়ক মহানগর বিএনপি মামুনুর রশিদ মজুমদার,যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপি অ্যাডভোকেট হোসেন মিয়া ,যুগ্ম আহবায়ক মহানগর বিএনপি শহীদুল্লাহ রতন,যুগ্ম আহবায়ক মহানগর বিএনপি শওকত আলী বকুল,যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপি মাহবুবুর রহমান দুলাল ভিপি দুলাল,যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপি নজরুল ইসলাম ভিপি নজরুল যুগ্ন আহবায়ক মহানগর বিএনপি আব্দুল জলিল সহ বিএনপির জেলা – মহানগর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।সম্মেলনে বিএনপি’র ২২ নং ওয়ার্ড কমিটির সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নাম ঘোষণা করা হয়।