
সৌরভ মাহমুদ হারুন, নিজস্ব প্রতিবেদক
রোববার কুমিল্লার বুড়িচং উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় মুক্তি যোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান ড.এস এম জাহাঙ্গীর আলমের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় মুক্তি যোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলম এর সহধর্মিণী অধ্যাপিকা মমতাজ বেগম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম খন্দকার, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলাম, বীর প্রতীক মোঃ আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে গাজী মোঃ সরু মিয়া মেম্বার, আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, হিরা লাল বনিক, ফরিদ উদ্দিন, রবিউল ইসলাম, বশির আহমেদ, মোঃ মোজাম্মেল হক মনু, সান মুন ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী আলী আশ্রাফ ফাজু প্রমূখ।