
আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
গোমেতির সংবাদের যুগপুর্তি উপলক্ষে কুমিল্লার নগরীর পুলিশ লাইন এলাকায় রিক্সা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৪ জানুয়ারি) রিক্সা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান,কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন,গোমেতি সংবাদের সম্পাদক ও প্রকাশক মোবারক হোসেন, কুমিল্লা সরকারি কলেজের সহকারী রোভার স্কাউট লিডার হাসান ভূইয়া।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজ রোভার স্কাউটের সদস্যরা।গোমেতি সংবাদ যুগপুর্তি উপলক্ষে নৈতিক মানবিক মূল্যবোধ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশায় ১৬ ডিসেম্বর থেকে ২৬ শে মার্চ পর্যন্ত ১০০ দিনব্যাপী ১০০ টি ভালো কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।