
সৌরভ মাহমুদ হারুন, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে বড়ধুশিয়া এলাকায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ছোট ছেলের সম্পত্তির রক্ষায় বৃদ্ধা মা – বাবা তাদের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে।এ সময় বৃদ্ধা মা আফিয়া খাতুন প্রকাশ আছিয়া খাতুন ও বাবা অলি আহমেদ ভূঁইয়া লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট ছেলে ডাক্তার মো: বিল্লাল হোসেন একজন প্রবাসী। সে গত ২০১৭ সালে আমি আফিয়া খাতুন এর কাছ থেকে বড়ধুশিয়া মৌজায় বিএস ৬০২ সাবেক ৪৫ দাগে ও হাল জরিপে ১০৭ দাগে নাল সারে সাত শতক জায়গা ক্রয় করে। এই বিক্রিত টাকা দিয়ে আমি ও আমার স্বামী পবিত্র হজ্জ পালন করি। উক্ত জায়গায় আমার ছোট ছেলে ডাক্তার মোঃ বিল্লাল হোসেন ২০২১ সালে তার ক্রয়কৃত জায়গায় একটি বিল্ডিং নির্মাণ করে। এর পর আর্থিক সংকটের কারণে কিছু দিনের জন্য আমার ছেলে কাজ বন্ধ রাখে।পরবর্তীতে ২০২৪ সালে পুনরায় কাজ শুরু করে ৪ তলা নির্মাণ শুরু করলে আমার বড় ছেলে নাতি আরমান হোসেন ভূইয়া ও তার বাবা আবুল খায়ের ভূইয়াসহ কয়েকজন বখাটে সন্ত্রাসী নিয়ে কাজ বাধা দেয় এবং অবৈধভাবে উক্ত জায়গা দখল করার পায়তারা চালায়। আমার ছোট ছেলে ডাক্তার বিল্লাল হোসেন প্রবাস থেকে এসে ঠিকাদার নিয়োগ করলে ঠিকাদারের লোকদের হামলা চালায় এবং ভয়ভীতি প্রদর্শন করে। আমার ছোট ছেলে ডাক্তার বিল্লাল হোসেনের ৪/৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি করে। পরে বিল্লাল হোসেন ব্রাহ্মণপাড়া থানায় সাধারণ ডায়েরি এবং আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত মামলাটি আমাদের পক্ষে রায় দিয়ে কাজ করার অনুমতি প্রদান করেন। গত শুক্রবার ১০ জানুয়ারি অবৈধভাবে আমার ছেলের জায়গায় নির্মাণ কাজ চলা অবস্থায় সেনাবাহিনীর লোক এসে আমার স্বামী আমাকে এবং আমার পুত্রবধূকে গালমন্দ করে এবং কাজ বন্ধ করার জন্য বলেছেন। যা অবৈধ। এজন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।