
সোনিয়া আফরিন, স্টাফ রিপোর্টার
কুমিল্লার হোমনায় এস্কেভেটর দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে মোঃ সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সহকারি কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের দক্ষিন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।মোঃ সাইফুল ইসলাম চান্দেরচর দক্ষিন পাড়া গ্রামের মো. এনু মিয়া সরকারের ছেলে।অভিযান কালে হোমনা থানার পুলিশের একটিটিপ সহ ভূমি অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের জানান, ফসলি জমির মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযুক্ত মো.সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও জানান, অতি প্রয়োজনে পুকুর খননের অনুমতি থাকলেও জমির শ্রেণি পরিবর্তন বা ফসলি জমির টপসয়েল কাটার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয়রা এ অভিযানের প্রশংসা করে জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপ ফসলি জমি রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।