
মোঃ কামাল হোসেন, স্টাফ রিপোর্টার
কুমিল্লা সিটি কর্পোরেশন ১৫নং ওয়ার্ড বিএনপির সম্মেলন নগরীর চকবাজার সিটি সুপার মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধন করেন মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি জসিম, রাজিউর রহমান রাজিব, আতাউর রহমান ছুটি, মামুনুর রশিদ মজুমদার, এডভোকেট হোসেন মিয়া, শহিদুল্লাহ রতন,
শওকত আলী বকুল, ভিপি মাহাবুবুর রহমান দুলাল ভিপি নজরুল ইসলাম প্রমুখ।এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।