
আর.জে রিমা, স্টাফ রিপোর্টার
বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দাউদকান্দি উপজেলার বরকোটা রায়বাড়ি মাঠে দিনব্যাপী একটি সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় কিশোর-কিশোরী সংগঠন “নিজেরা করি” পিথা দাসের আহ্বানে এ আয়োজন সম্পন্ন হয়।সমাবেশে র্যালি, গান, মঞ্চনাটকসহ নানা সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝাড়ু মিয়া প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রোটারিয়ান শাহীন আহম্মেদ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. রাসেল আহমেদ রাফি, ত্রিবিন্দু মিত্র সাধু, কাজী কামালএবং স্থানীয় জনপ্রতিনিধি রুশিয়া মেম্বার ও মায়ানূর মেম্বার।বক্তারা বাল্যবিয়ে ও যৌন হয়রানির ভয়াবহতা তুলে ধরে সমাজকে এ ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। স্থানীয় জনগণ ও তরুণদের ব্যাপক অংশগ্রহণে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।