
রবিউল হোসাইন সবুজ, লাকসাম ( কুমিল্লা ) প্রতিনিধি:
রাতের আঁধারে লাকসাম রেলস্টেশনে ছিন্নমূল,বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা।সোমবার রাতে উপজেলা ও পৌরসভা সেচ্চাসেবকদলের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেন তারা । এ সময় রেলওয়ে প্ল্যাটফর্মে থাকা ভবঘুরে বৃদ্ধা, প্রতিবন্ধী ও অসহায় লোকজন কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল – মামুন ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদের হাত থেকে কম্বল পেয়ে খুশি হন।রহিমা বেগম নামের এক ভিক্ষুক বলেন, আমাকে গায়ে কম্বল জড়িয়ে দিসে আব্দুল্লাহ স্যার। কাপড় গায়ে দিয়ে ঘুমাইসি। কিন্তু শীত সহ্য করতে পারছিলাম না। জেলা সেচ্ছাসেবকদলের বড় স্যারকে ধন্যবাদ, কম্বল গায়ে দিয়ে ঘুমাবো।উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মাসুদ রানা বেলাল ও সাধারণ সম্পাদক নুরে আলম বলেন, আজ আগের দিনের থেকে বেশি শীত অনুভূত হচ্ছে। ফলে ছিন্নমূল মানুষরা কষ্টে দিনযাপন করছে। তাই সেচ্চাসেবকদলের পক্ষ থেকে যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের মাঝে কম্বল বিতরণ করা হলো।
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়ে তারা বলেন, প্রতিটি ছিন্নমূল অসহায় মানুষ কম্বল পেয়ে খুব খুশী হলো। সুশৃঙ্খলভাবে আমরা দুই শতাধিককে কম্বল তুলে দিয়েছি।পৌর সেচ্ছাসেবকদলের সভাপতি মেজবাহুল ইসলাম ফয়সাল ও সদস্য সচিব আলী হায়দার মামুন বলেন, সেচ্চাসেবকদল হলো গরিব দুঃখী জনতার বন্ধু, যেকোনো প্রতিকূল সময়ে পাশে থেকে তা প্রমাণ করে। তাই লাকসাম উপজেলা ও পৌরসভা সেচ্চাসেবকদলের আয়োজনে স্টেশনে থাকা ভাসমান ছিন্নমূল অসহায় মানুষের মাঝে আজকে কম্বল বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়কদের মধ্যে সহিদ আহমেদ সুজন, জাকির হোসেন, কাজী আমিরুল ইসলাম, মেহেদী হাসান পৌর সেচ্চাসেবকদলের যুগ্ম আহবায়কদের মধ্যে মাইন উদ্দিন রুবেল, ইলিয়াছ মিয়া, রায়হান আহমেদ সুমন, গোবিন্দপুর ইউনিয়ন উত্তর সেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল খায়ের, সদস্য সচিব হেদায়েত উল্লাহ মানিক,দক্ষিণের সিনিয়র যুগ্ম আহবায়ক কবির হোসেন, যু্গ্ন আহবায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, উত্তরের যুগ্ম আহবায়ক মহিনসহ উদ্দিনসহ উপজেলা উপজেলা ও পৌর সেচ্চাসেবক দলের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।