
নিজস্ব প্রতিবেদক
“দয়াময় এক এবং অদ্বিতীয়” – এ শ্লোগান সামনে রেখে আসছে ২৪ জানুয়ারি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন সাতমোড়া আনন্দ আশ্রমে সর্ব্বধর্ম্ম অবতার শ্রী শ্রীমৎ আচার্য্য আনন্দ স্বামীজীর একনিষ্ঠ শিষ্য মহর্ষি মনোমোহন -এঁর ১৪৭তম শুভ আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হবে।এতে জাতি ধর্ম্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন আনন্দ আশ্রমের অধ্যক্ষ সাধ্বী শঙ্করী দত্ত ও সেক্রেটারি বিনয় দেবনাথ।